কলকাতা, 1 সেপ্টেম্বর : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে রাজ্যগুলিকে । পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৈঠকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এর সঙ্গে 31 অক্টোবর মধ্যে ফলাফল প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷
কোরোনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী মেনে সুবিধা অনুযায়ী অনলাইন অথবা অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে । তবে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নিতে বলেছেন শিক্ষামন্ত্রী ৷