কলকাতা, 23 সেপ্টেম্বর: "কী আনন্দ আকাশে বাতাসে আপাতত," তৃণমূলের শিক্ষা সেলের কর্মসূচিতে যোগ দিয়ে আচার্যকে নিশানা শিক্ষামন্ত্রীর । শনিবার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে তৃণমূলের শিক্ষা সেল । গান্ধি মূর্তির সামনে প্রতিবাদ সভার ডাক দেন তাঁরা । সেখানেই আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । ওই কর্মসূচিতে যোগ দিয়ে ফের আচার্যকে নিশানা করেন মন্ত্রী । নাম না করে একাধিক উপমা টেনে আচার্য এবং তাঁর নিযুক্ত উপাচার্যকে আক্রমণ করতে শোনা যায় তাঁকে ।
এ দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে আচার্যই উপাচার্য হওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে নিশানা করেন মন্ত্রী । ব্রাত্য বলেন, "ভারতবর্ষের মূল দর্শন অদ্বৈতবাদ । শংকরাচার্য তিনি এসেছিলেন কেরালা থেকে । বঙ্গদেশে নিমাই বলেছিলেন মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না ! এই দুটো দর্শনে লড়াই । আমি চালভাজা,, আমি মুড়ি । আমি আচার্য, আমি উপাচার্য ।" এ দিন ফের রাজ্যোপালকে সাদা হাতি বলে সম্বোধন করতে শোনা যায় মন্ত্রীকে । তিনি বলেন, "একটা সাদা হাতির মতো পদ । যে পদ রাখার আদৌ কোনও যৌক্তিকতা আছে কি ?"