পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu on Behalf Ordinance: অর্ডিন্যান্সই কার্যত আইন, প্রাক্তন উপাচার্যদের কথাতেই সায় খোদ শিক্ষামন্ত্রীর

অর্ডিন্যান্সই আইন বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার, ইউজিসি এবং রাজভবন প্রত্যেকেই বেশ কিছু নামের তালিকা পেশ করেছে আদালতে। যার সময় বেঁধে দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর পর্যন্ত।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:54 PM IST

কলকাতা, 5 অক্টোবর: এডুকেশনিস্ট'স ফোরামের প্রস্তাবে সায় দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। অর্ডিন্যান্সই আইন বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার, ইউজিসি এবং রাজভবন প্রত্যেকেই বেশ কিছু নামের তালিকা পেশ করেছে আদালতে। যার সময় বেঁধে দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর পর্যন্ত। সেই নামের তালিকা দেখে 6 অক্টোবর ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তার আগেই শিক্ষামন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রাক্তন উপাচার্যদের নিয়ে। আর তাঁদের মন্তব্যেই কার্যত সায় দিলেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এডুকেশনিস্ট'স ফোরাম। সেখানে তাঁরা জানায়, মে মাসে যে অর্ডিন্যান্স গঠন করা হয়েছিল তাতে বলা হয়েছে পাঁচ সদস্যের সার্চ কমিটির কথা। যা মন্ত্রিসভায় পাশ হয়ে বিধানসভায় বিল আকারে পেশ হয়। তাই এটাই আইন। ফলে সুপ্রিম কোর্টের কাছে তাঁদের আবেদন সেই নিয়ম মেনেই যেন সার্চ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত সেই একই সুর শোনা গেল শিক্ষামন্ত্রীর গলাতেও।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, "অর্ডিন্যান্সই তো আইন বলে জানি। আমি আইনি তর্ক-বিতর্কে ঢুকব না। শুধু এইটুকু বলতে পারি অর্ডিন্যান্স মানেই আইন। সেটা আইন তখনই রূপান্তর হয় যখন সেটায় রাজ্যপাল সই করেন। অর্ডিন্যান্সে রাজ্যপাল সই করেছিলেন। ফলে আমরা তাঁর থেকে প্রত্যাশা করতে পারি যে, বিলেও তিনি সই করবেন। ফলে তাঁর করা সই অনুযায়ী এই মুহুর্তে রাজ্যপালের মত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলির সার্চ কমিটিতে রাজ্যপাল চাইছেন পাঁচজন থাকুক।"

আরও পড়ুন: যোগেশ চন্দ্র ল'কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, যে পাঁচ সদস্যের কথা হয়েছে সেখানে পাঁচ পক্ষের একজন করে প্রতিনিধি থাকে। সেই পাঁচ পক্ষ হল যথাক্রমে রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তা হল তিন পক্ষের। যেখানে নেই মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা দফতর। তবে এবার শীর্ষ আদালত কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সবপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details