কলকাতা, 21 এপ্রিল : শুরু হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস ৷ পাশাপাশি বুধবার সায়েন্স সিটিতে 'এডুকেশন ইন পোস্ট প্যানডেমিক ওয়ার্ল্ড' (Education in Post Pandemic World) শীর্ষক একটি অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে রাজ্যে শিক্ষার মানোন্নয়ন ও প্রসার নিয়ে বেশ কিছু বিনিয়োগের কথা ঘোষণা করা হয় । ছিলেন রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈন-সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা । এছাড়া ছিলেন দেশ-বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক ও অধ্যক্ষরা (Education Minister Bratya Basu says two thousands crore investment in state education) ।
করোনা আবহে দু'বছর পড়াশোনা ব্যাহত হয়েছে ৷ আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শিক্ষাক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে রাজ্য । প্যানডেমিক পরবর্তী বিশ্বে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়েই আলোচনা হয়েছে ৷ এই অনুষ্ঠানে 15টি দেশের সঙ্গে মৌ (Memorandum of Understanding, MOU) চুক্তি স্বাক্ষর করল রাজ্য শিক্ষা দফতর । এছাড়া শিক্ষার পরিকাঠামো উন্নয়নে দু'হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।