কলকাতা, 16 মার্চ: সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ক্লাস নেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দিল স্কুল শিক্ষা দফতর (School Education Department) । বাঁকুড়ায় অঙ্কুর নামে একটি নতুন কর্মসূচির কথা জানিয়েছিল জেলা পুলিশ (Bankura District Police) । সেই কর্মসূচির অধীনে সিভিক ভলান্টিয়াররা প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস নেবেন বলে জানানো হয়েছিল জেলা পুলিশের তরফে ৷ মূলত, অংক ও ইংরেজি পড়ানোর কথা ছিল তাঁদের । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা থেকে রাজনৈতিক মহলে । সেই পরিস্থিতিতে ওই প্রকল্প বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর ৷
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই । প্রথমে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) ৷ তার মাঝে দেখা গেল বহু স্কুলে শিক্ষকের অভাব । তবে এসবের মাঝে বাঁকুড়া জেলা পুলিশের এই সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যোগ্য চাকরিপ্রার্থীরা একাধিক প্রশ্ন তুলেছেন ।
এবার এই বিষয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি বলেন, "স্থানীয় স্তরে বাঁকুড়ার ডিএম ও এসপি এই মর্মে একটা সিদ্ধান্ত নিয়েছিল । আমি গতকাল রাতে বিভাগীয় সচিবকে এই নিয়ে জিজ্ঞেস করেছি । শিক্ষা দফতরের কাছে এই বিষয়ে কোনও অনুমোদন নেই । বিভাগীয় সচিব ওঁদেরকে বলেছেন, আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে । সেটা আমরা প্রাইমারি কাউন্সেলে পাঠাবো । তারা অনুমোদন দিলে তখন এই বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে । এখন এটাকে আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে ।"