পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিনেই রাজ্যে টেট, পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী - Education Minister Bratya Basu

Bratya Basu on TET Exam: টেট পরীক্ষার দিনই বিজেপির লক্ষ কণ্ঠে গীতাপঠারে কর্মসূচি রয়েছে ৷ কিন্তু তার জন্য পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

Etv Bharat
লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিন টেট পরীক্ষায় কোনও সমস্যা হবে না জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:52 PM IST

Updated : Dec 18, 2023, 8:06 PM IST

শিক্ষামন্ত্রীর বক্তব্য

কলকাতা, 18 ডিসেম্বর:24 ডিসেম্বর, মেগা রবিবার । একদিকে ব্রিগেডে ময়দানে লক্ষ কণ্ঠে শোনা যাবে গীতাপাঠ । যেখানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অন্যদিকে, শিক্ষক হওয়ায় স্বপ্ন নিয়ে টেট পরীক্ষায় বসতে চলেছেন হাজারের অধিক পরীক্ষার্থী । তবে সেইদিন যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় সেদিকে কড়া নজর রাখছে পর্ষদ । সোমবার বিকাশ ভবনে সেই বিষয়েই আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

দীর্ঘ আট বছর পর 2022 সালে ফের শুরু হয় টেট পরীক্ষা । তারপরে আবার 2023 সালের টেট পরীক্ষার দিন ঘোষণা করা হয় 10 ডিসেম্বর । কিন্তু বিশেষ কিছু কারণে সেই দিনও বদল করা হয় । টেট পরীক্ষার পরবর্তী দিন হিসাবে ঘোষণা হয় 24 ডিসেম্বর । ওই দিন দুপুর 12টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে আড়াইটে । তবে এর পাশাপাশি ওই একইদিনে ব্রিগেডে পালিত হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠ । সকাল 11টা থেকে 12টার মধ্যে প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকায় কড়া নিরাপত্তা থাকছে । তবে এর ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলেই মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷ সোমবার তিনি বলেন, "আমি এই বিষয়ে পর্ষদের সঙ্গে কথা বলেছি । পর্ষদ কথা দিয়েছে তারা যথাযথ সতর্কতা ও সাবধানতা নেবে । প্রত্যেক জেলাশাসকদের সঙ্গে কথা হয়েছে । আমার মনে হয় না আর কোনও সমস্যা হবে ।"

সোমবার বিকাশ ভবনে শিক্ষা দর্পণ নামে একটি পত্রিকার সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । প্রায় সাড়ে তিন বছর পর ফের শিক্ষার দর্পণ পত্রিকা প্রকাশিত হল । এবার থেকে প্রত্যেক বছর এই পত্রিকার প্রকাশ করা হবে বলেই জানান শিক্ষামন্ত্রী । 6 মাস অন্তর প্রকাশিত হবে একটি করে সংখ্যা । এই বছর শিক্ষা দর্পণের বিষয় 'ভাষা' । সংগীত, নাটক, রাজনীতি, খেলাধূলা ও অভিনয়-সহ সব ভাষায় তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরের পরিবেশিত ষাণ্মাসিক বিভাগীয় এই পত্রিকায় । এছাড়াও বিশেষ সম্মানিত করা হয়েছে সুকুমার রায়ের আবোল তাবোলকে ।

Last Updated : Dec 18, 2023, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details