পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে শীঘ্রই, জানালেন ব্রাত্য বসু - Bratya Basu press conference

প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলি নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু করেছে । ইতিমধ্যেই করোনাবিধি মেনে অনলাইন কাউন্সেলিং সম্পন্ন করেছে রাজ্যের শিক্ষা দফতর । এই বিষয় বিশদে জানতে ও সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে www.wbbpe.org ওয়েবসাইট থেকে ।

kolkata
রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে শীঘ্রই: ব্রাত্য বসু

By

Published : Jul 17, 2021, 6:48 AM IST

কলকাতা, 16 জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শুক্রবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সেখানেই রাজ্যে প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে বক্তব্য রাখেন তিনি । সেখানেই তিনি বলেন, " প্রাথমিকে 10,500 শিক্ষক নিয়োগের কাজ 15 জুলাইয়ের মধ্যেই শেষ হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে । দ্রুত ইন্টারভিউ শুরু করা হবে ।"

কয়েকদিন আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুযায়ী এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ।

আরও পড়ুন: করোনা আবহে 30 জুলাই পর্যন্ত স্থগিত ডাব্লিউবিপিএসসি-র যাবতীয় লিখিত পরীক্ষা

প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলি নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু করেছে । ইতিমধ্যেই করোনাবিধি মেনে অনলাইন কাউন্সেলিং সম্পন্ন করেছে রাজ্যের শিক্ষা দফতর । এই বিষয় বিশদে জানতে ও সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে www.wbbpe.org ওয়েবসাইট থেকে । উচ্চ প্রাথমিকে 14,339 শূন্যপদের জন্য ইন্টারভিউ 19 জুলাই থেকে শুরু হবে ৷ চলবে 4 আগস্ট পর্যন্ত । এই বিষয়ে বিস্তারিত জানতে www.westbengalssc.com ওয়েবসাইট দেখতে পারবে আবেদনকারীরা । পাশাপাশি যোগাযোগ করতে পারেন 9051176400, 9051176500 এবং 9830450218, 9830454219 হেল্পলাইন নম্বরে ।

ABOUT THE AUTHOR

...view details