কলকাতা, 16 জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শুক্রবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সেখানেই রাজ্যে প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে বক্তব্য রাখেন তিনি । সেখানেই তিনি বলেন, " প্রাথমিকে 10,500 শিক্ষক নিয়োগের কাজ 15 জুলাইয়ের মধ্যেই শেষ হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে । দ্রুত ইন্টারভিউ শুরু করা হবে ।"
কয়েকদিন আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুযায়ী এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ।