কলকাতা, 28 নভেম্বর : পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । বলেন, "মূর্খের মত আচরণ করছেন শিক্ষামন্ত্রী ৷ ওঁর কি এখনও এই পদে থাকা উচিত ?"
গতকাল অনশনরত পার্শ্বশিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেছিলেন , "পার্শ্বশিক্ষকদের ওখানে কেউ অনশন করতে বলেনি । ফলে সরকারের তরফে ওঁদের অনশন ভঙ্গ করার বিষয়েও বলার কিছু নেই ৷" এই মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । বলেন , "কেন্দ্রের তরফে পাঠানো টাকায় প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন হওয়া উচিত 15 হাজার টাকা । কিন্তু তাঁরা সব মিলিয়ে পাচ্ছেন 10 হাজার । বাকি টাকা কোথায় যাচ্ছে?"
17 দিন ধরে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন পার্শ্বশিক্ষকরা ৷ আর ১৩ দিন ধরে অনশন করছেন তাঁরা । গতকাল তাঁরা দাবি করেন, কেন্দ্রের পাঠানো টাকার একটি বড় অংশ তাঁদের কাছে পৌঁছাচ্ছে না । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক পার্শ্ব শিক্ষিকার ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রেবতী রাউত ৷ দক্ষিণ বড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ার কারণেই রেবতীর মৃত্যু হয়েছে বলে অনেকের দাবি ৷
গতকাল সন্ধ্যায় কৈলাস বিজয়বর্গীয় অনশন মঞ্চে এসে রাজ্য সরকারের নিন্দা করেন । অনশনকারীদের সঙ্গেও কথা বলেন তিনি । পরে তিনি বলেন, "শিক্ষকরাই রাষ্ট্র নির্মাণ করেন । ওঁদের ভবিষ্যৎ আজ বিপন্ন । শিক্ষকরা যে কাগজ দিলেন তাতে স্পষ্ট লেখা আছে কেন্দ্র তাঁদের জন্য কত টাকা পাঠায় । কিন্তু সব টাকা তাঁরা পান না । মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আমি বিষয়টি জানাব এবং এর সুরাহা চাইব । "