কলকাতা, 30 মে: মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতরে চিঠি দেওয়ার পরেই স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ্যে । আগামী 5 জুন থেকে খুলে যাবে মাধ্যমিক স্কুল এবং 7 জুন খুলবে প্রাথমিক স্কুলগুলো । স্কুল খোলার প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছিল একটি তরজা ।
গরমের ছুটি পড়ার কথা ছিল 14 মে থেকে ৷ কিন্তু তাপপ্রবাহের জেরে সেই ছুটি এগিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে এক সপ্তাহের জন্য তিনি ছুটি ঘোষণা করেছিলেন ৷ কিন্তু এরপরে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল 14 নয়, গরমের ছুটি পড়বে 2 মে থেকে ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷
হিসেব অনুযায়ী, জুন মাসের 4 তারিখ গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷ হিসেব অনুযায়ী, 4 জুন গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ এর সঙ্গে বলা হয়েছিল কবে স্কুল খুলবে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে । কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি । কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি না করার ফলে সংশয় তৈরি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে ৷ অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দেয় স্কুল শিক্ষা দফতরকে । তারপরেই বিজ্ঞপ্তি জারি করে ।