কলকাতা, 21 ফেব্রুয়ারি : গত শনিবার বেনিয়ার পুকুর থানা এলাকার হাতিবাগানের একটি বাড়ি থেকে প্রায় 4 কোটি টাকা উদ্ধার করেছিল শুল্ক দফতর । সেই ঘটনায় ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ওই টাকা কোথা থেকে এসেছ তা জানতে শুল্ক দফতরের কাছে রিপোর্ট তলব করল ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Hatibagan's Money Recovery Case) ।
সূত্রের খবর, গত শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুর থানার হাতিবাগানের ওই বাড়িতে অভিযান চালায় শুল্ক দফতর (ED Will Start Investigation) । এই অভিযানে উদ্ধার হয় নগদ 4 কোটি টাকা । গ্রেফতার হয় 2 জন । অভিযুক্ত 2 জনকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই টাকা হাওলার টাকা । তবে এই টাকার উৎস কী বা এই পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল এবং কোথায় যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করবে ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।