কলকাতা, 7 সেপ্টেম্বর : দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির (Enforcement Directorate, ED) আধিকারিকেরা ৷ কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) ধৃত দেবাঞ্জন দেবকে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Central Correctional Home) গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা । ইডি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তদন্তের স্বার্থে দেবাঞ্জন দেবকে কলকাতা পুলিশ (Kolkata Police) এখন লালবাজারে রাখলেও, প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁকে আনা হলে, তা ইডিকে জানাবেন জেল সুপার ।
গত বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই অনুমতি চায় ইডি । ইডি সূত্রের খবর সেই অনুমতি দিয়েছে আদালত । কিন্তু তদন্তে নেমে ইডির গোয়েন্দারা যখনই দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা প্রকাশ করেছেন, দেখা গিয়েছে ঠিক সেই সেই সময়ে কলকাতা পুলিশ অভিযুক্ত দেবাঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক নতুন নতুন মামলায় জিজ্ঞাসাবাদ করছে । ফলে ইডি কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নেমেও দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ।