কলকাতা, 14 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতির যে জাল রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, তার নেপথ্যে রয়েছেন এই দু'জন ! এঁদের 'দালালরা'ই বাজার থেকে কোটি কোটি টাকার তুলেছেন ! চাকরির টোপ দিয়ে অযোগ্য প্রার্থীদের টাকা দেওয়ার জন্য রাজি করিয়েছেন ! এবং সেই তথ্যভাণ্ডারের উপর নির্ভর করেই যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি করে দেওয়া হয়েছে ! ইতিমধ্য়েই কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে আলাদা আলাদা জেরা করে নিয়োগ দুর্নীতিতে যুক্ত একেবারে নিচুতলার দালাল থেকে সর্বোচ্চস্তরে থাকা প্রভাবশালীদের নাম পেয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁদের আশা, এই দুই ধৃতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে আরও অনেক অজানা তথ্য সামনে আসবে ৷ তাতে তদন্ত প্রক্রিয়ার গতিও বাড়বে ৷
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের নাম প্রকাশ্য়ে এনেছিলেন তাপস ৷ তার জেরেই গ্রেফতার হতে হয়েছিল তৃণমূল যুব কংগ্রেসের বহিষ্কৃত এই নেতাকে ৷ গ্রেফতার হয়েই পালটা তাপসকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ পরবর্তীতে তাপসও গ্রেফতার হন ৷ সম্প্রতি কুন্তলকে জেরা করে বেহালার বাসিন্দা এক ব্যক্তির খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ সেই ব্যক্তির নাম পার্থ সরকার ওরফে ভজা ৷ লোকে তাঁকে ভজাদা বলেই চেনে ৷ ইতিমধ্যেই এই ভজাদার বাড়িতে তল্লাশি অভিযান চলেছে ৷ তবে, সেদিন তিনি বাড়িতে ছিলেন না ৷ অন্যদিকে, তাপসকে জেরা করেও এমন অনেক নাম সামনে এসেছে ৷ এই সমস্ত তথ্য এক জায়গায় করে নতুন প্রশ্নমালা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা ৷ সেই প্রশ্নমালা অনুসারে তাপস ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তাঁরা ৷