কলকাতা, 7 জুন:রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর প্রথম পর্যায়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তে সহযোগিতা না-করলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তিনি ৷ ইডি'র দাবি, যে সংস্থার ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু, আদতে সেই সংস্থাটি ছিল দুর্নীতির সদর সংস্থা । সেখান থেকেই হতো এই টাকা পয়সার ভাগ বাটোয়ারা ৷ সুজয়কৃষ্ণ যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থাটি রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তির বলে জানা গিয়েছে ।
ইতিমধ্যেই কালীঘাটের কাকুর কাছ থেকে সংশ্লিষ্ট কোম্পানি এবং সেটির কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর পেয়েছেন তদন্তকারীরা ৷ তবে সেই উত্তরগুলি সঠিক কি না, তা খতিয়ে দেখতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ক্রস কোয়েশ্চেন করতে চান ইডি গোয়েন্দারা ৷ বৃহস্পতিবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'কে ডেকে পাঠানো হয়েছে ৷
উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লি থেকে ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতায় এসেছিলেন । বৈঠক করেছিলেন এই রাজ্যের ইডি তদন্তকারীদের সঙ্গে ৷ কথা হয় তদন্তের অগ্রগতি নিয়ে ৷ পূর্বাঞ্চলের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, ইনকাম ট্যাক্স আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন সঞ্জয় মিশ্র ৷ বৈঠকে কালো টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ইডি সূত্রের খবর, কালো টাকার উৎস এবং কালো টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা খুঁজে বার করতে তদন্তকারী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র ।