কলকাতা, 17 অগস্ট: কারাগারে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে দীর্ঘক্ষণ ধরে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তা কার ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এই প্রশ্নের উত্তর খুঁজতে জিজ্ঞাসাবাদ করেন তাঁকে (ED to interrogate Partha Chatterjee at Presidency Correctional Home Alipore) ৷ এর আগে 8 অগস্ট প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ গোয়েন্দারা (ED interrogates Arpita Mukherjee in Alipore Women Correctional Home) ।
16 অগস্ট এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে কীভাবে টাকা আসত, এরকম বহু গুরুত্বপূর্ণ তথ্য অর্পিতার কাছ থেকে জানতে চান ইডি গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, গতকাল অর্পিতার বয়ান রেকর্ড করা হয়েছে । আজ, 17 অগস্ট প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে ইডি । পার্থর পর অর্পিতাকে জেরা করে যে তথ্য আধিকারিকদের হাতে এসেছে, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আজকের বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারীরা ।
আরও পড়ুন: তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি খোঁজ নিচ্ছে, জানতে চাইলেন জেলবন্দি পার্থ