কলকাতা, 25 ফেব্রুয়ারি:পরিকাঠামো বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ তাও বাংলায় ৷ দিনে দিনে কাজের চাপ বেড়ে চলেছে ৷ রাজ্যের একাধিক হাই-প্রোফাইল মামলার দায়িত্ব এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ৷ আর তাই তদন্তের স্বার্থে আরও বেশি জায়গা ও কর্মচারী প্রয়োজন ৷ কলকাতার সল্টলেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস কমপ্লেক্সে (Central Government Office, CGO) ইতিমধ্যে এজেন্সির কার্যালয় রয়েছে ৷ তাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দন্তকারী সংস্থা (Enforcement Directorate to expand space and employees in CGO complex Salt Lake) ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সিজিও কমপ্লেক্সের দু'টি ভিন্ন ভবনে দু'টি কার্যালয় আছে ৷ এখন রাজ্যে কয়লাপাচার কাণ্ড, গরুপাচার কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একের পর এক বড় বড় দুর্নীতি ইডির হাতে ৷ এইসব হাই-প্রোফাইল তদন্তের কাজ ক্রমশ বেড়ে চলেছে ৷ এতে আরও কর্মীর প্রয়োজন ৷ অনেক সময় হাই-প্রোফাইল ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাই বর্তমান কার্যালয়ের জায়গা ও কর্মী সংখ্যায় কুলিয়ে উঠতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷