কলকাতা, 25 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee)নিজেদের হেফাজতে নিয়ে এবার একাধিক সন্দেহভাজন জায়গায় তল্লাশি অভিযান করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা(ED) । ইডি সূত্রের খবর, অর্পিতাকে নিয়ে উত্তর-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবেন তাঁরা । পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে কীভাবে এই বিপুল ঢাকা পৌঁছল এবং কারা কারা নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখত ৷ এইসব খুঁটিনাটি তথ্য তার কাছ থেকে পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।
ঘটনার দিন অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিদেশী মুদ্রাও । কীভাবে ওই বিদেশি মুদ্রা তার বাড়িতে এসে পৌঁছল সেটাও জানতে চাইবেন গোয়েন্দারা।