পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Recruitment Scam: তাপসকে তলব ইডির, কুন্তলের সঙ্গে মুখোমুখি জেরার সম্ভাবনা

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি (ED) ৷ এবার তাপস মণ্ডলের সামনে বসিয়ে তাঁকে জেরার সম্ভাবনা তৈরি হল ৷ কারণ, আগামিকাল মঙ্গলবার তাঁকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

Kuntal Tapas
Kuntal Tapas

By

Published : Jan 23, 2023, 5:06 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় এক আগে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তাপস মণ্ডল ৷ এবার তাঁকে জেরার জন্য ফের ডেকে পাঠানো হল ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সূত্র মারফত এই খবর জানা গিয়েছে, ইডির সূত্রে খবর, তাঁকে ইমেল করে আগামিকাল মঙ্গলবার দেখা করার জন্য আসতে বলা হয়েছে ৷ তিনি আসবেন কি না, এই নিয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ তবে তিনি এলে, তাঁকে ও নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর ৷

দিন কয়েক আগেই হুগলির যুব তৃণমূল সভাপতি কুন্তল ঘোষকে (TMYC Leader Kuntal Ghosh) গ্রেফতার করে ইডি ৷ তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রথমে কুন্তলকে জেরা করে ইডি ৷ তার পর তাঁর দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালায় ৷ সেখান থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতেই কুন্তলকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছিল ৷ কিন্তু গ্রেফতার হওয়ার পর কুন্তল বারবার দোষ চাপিয়েছেন তাপসের উপর ৷

কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ওতপ্রাতভাবে জড়িত তাপস মণ্ডল (Tapas Mondal) । তাপস একাধিক সময় তাঁর কাছ থেকে টাকা চেয়েছেন । কিন্তু তিনি তাপস মণ্ডলকে কোনও টাকা দেননি । তার টাকা না পাওয়ার রাগ হিসাবে তাঁকে ফাঁসিয়েছেন তাপস । তিনি তাপসকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন ৷ কুন্তলের বয়ানের সঙ্গে তাপসের বক্তব্য মিলিয়ে দেখা হতে পারে বলেই ইডি সূত্রে খবর ৷

ইডি সূত্রের খবর, গ্রেফতারির পর কুন্তল ঘোষ ইতিমধ্যেই ইডির কাছে একটি ফোন রেকর্ড জমা দিয়েছেন । সেটা আসলে কুন্তল ও তাপসের কথোপকথন ৷ সেখানে কুন্তল ঘোষের থেকে নাকি তাপস মণ্ডল 50 হাজার টাকা চাইছেন । যদিও তাপসের পালটা দাবি, তিনি কোনও টাকা চাননি ৷ বরং যে চাকরিপ্রার্থীর টাকা কুন্তল নিয়েছিলেন, সেই টাকা ফেরত দিতে বলেছিলেন ৷ তাই কে সত্যি বলছেন, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি ইডি ৷ সেই কারণেই ইডির তরফে তাপসকে আবার ডাকা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:তাপস মণ্ডলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে, ফের দাবি কুন্তলের

ABOUT THE AUTHOR

...view details