কলকাতা, 27 মে: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ৷ ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই ও ইডি'র তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, তাঁর একাধিক কোম্পানির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজারের বয়ানে সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের দেওয়া বয়ানের অসঙ্গতি রয়েছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে ৷ একই প্রশ্ন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তাঁর ম্যানেজারকে পৃথক পৃথক দিন করা হলে তারা দুজনে একই প্রশ্নের দু'রকম উত্তর দিয়েছেন বলে খবর । ফলে কোনটা ঠিক তা জানতে এবার সুজয়কৃষ্ণ ভদ্র এবং তাঁর ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রকে আগামী মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি । এর আগে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে অনেক ডিজিটাল নথিপত্র এবং তার ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা ৷ সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক সংস্থার দেখভালের দায়িত্বে যিনি ছিলেন সেই ব্যক্তিকেও তলব করে তাঁর বয়ান রেকর্ড করেছেন ইডি তদন্তকারীরা ।