কলকাতা, 11 ফেব্রুয়ারি: বালিগঞ্জে এক কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Money Recovered from Ballygunge) ঘটনায় এবার দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক জিটি ভাই ওরফে মনজিত সিং জিত্তরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । জানা গিয়েছে, আগামী বুধবার সকাল 10টার মধ্যে দিল্লিতে ইডি সদর দফতরে মনজিত সিং জিত্তরকে যেতে হবে । সূত্রের খবর, মনজিতকে তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র নিয়ে ইডির (ED) দফতরে আসার জন্য বলা হয়েছে ৷
গত বুধবার সন্ধে নাগাদ বালিগঞ্জে গজরাজ সংস্থায় তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা । প্রায় ঘণ্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালানোর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক কোটি 40 লক্ষ টাকা । জানা গিয়েছে, ওই টাকাগুলি কয়লা পাচারের টাকা । এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা গজরাজ সংস্থার একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে দক্ষিণ কলকাতায় চক্রবেরিয়া রোডের কাছে একটি গেস্ট হাউস কিনেছিলেন দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক (South Kolkata Dhaba Owner) ৷ যাঁর নাম মনজিত সিং জিত্তর ওরফে জিটি ভাই ।