কলকাতা, 9 মার্চ:নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam Case) এ বার নাম জড়াল টলিউড অভিনেতার (ED Summons Bonny Sengupta)। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ঘেঁটে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বিভিন্ন সময় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন কুন্তল ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা পাচার করা হয়েছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে । এখন প্রশ্ন যে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের অ্যাকাউন্ট থেকে কীভাবে লক্ষাধিক টাকা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে পৌঁছল ?
এর আগে টলিউডের একাধিক মিউজিক ভিডিয়োতে কোটি কোটি টাকা বিনিয়োগের তথ্য সামনে আনেন কুন্তল ঘোষ । তদন্তকারীদের অনুমান, কালো টাকাকে সাদা টাকায় রূপান্তর করার জন্যই কুন্তল ঘোষ বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন ।
তদন্তকারীদের দাবি, শুধু বনি সেনগুপ্ত নন বরং তাঁরা ইতিমধ্যেই একাধিক টলিউড অভিনেতা-অভিনেত্রীর যোগ পেয়েছেন এই ঘটনায় ৷ বনি সেনগুপ্তের সঙ্গে কুন্তল ঘোষের কী সম্পর্ক ছিল এবং কীভাবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হল, সেই বিষয়ে জানার জন্যই আগামিকাল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তবে আজই তিনি সেখানে চলে যান ৷
আরও পড়ুন:ইডির নজরে কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর 4-5টি ব্যাংক অ্যাকাউন্টেরলেনদেন
কুন্তল ঘোষের সঙ্গে শুধু বনি সেনগুপ্তের যোগাযোগ নয় বরং দক্ষিণ কলকাতার এক বিউটি পার্লারের মালকিনেরও যোগাযোগ হয়েছিল বলে ইডি সূত্রের খবর । দক্ষিণ কলকাতার সেই বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীকে একাধিকবার ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । জানা গিয়েছে, সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টেও একাধিক সময় কুন্তল ঘোষের অ্যাকাউন্টের মাধ্যমে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি টাকা পৌঁছেছিল । কেন এই আর্থিক লেনদেন হয়েছিল, তা জানার জন্যই মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অন্যান্য আধিকারিক-সহ মানিক ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । এর আগে কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের একটি যোগ পেয়েছিলেন তদন্তকারীরা । এ বার সরাসরি টলিউডের একজন অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল, সেই তথ্য জানার জন্যই বনি সেনগুপ্তকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর ।