কলকাতা, 5 জুন: লুক আউট নোটিশ জারি থাকার কারণ দেখিয়ে সোমবার সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকে দেয় অভিবাসন দফতর ৷ কলকাতা বিমানবন্দরে ঘটা সেই ঘটনার রেশ কাটার আগেই জানা গেল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 8 জুন (আগামী বৃহস্পতিবার) তাঁকে তলব করা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে যখন আটকে রাখা হয়েছিল রুজিরাকে, তখন সেখানেই তাঁর হাতে নোটিশ ধরানো হয় ৷
ইডি সূত্রে খবর, কলকাতার একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে ৷ সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৷ এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ সেখানে বেশকিছু ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয় ৷ সেই নথি পরীক্ষা করতে গিয়ে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ৷