কলকাতা, 28 সেপ্টেম্বর: আগেরবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তলব করেছিল সেদিন বিরোধী জোট 'ইন্ডিয়া'র সমন্বয় বৈঠক ছিল। এবার দিল্লি ধরনার দ্বিতীয় দিনে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাৎপর্যপূর্ণভাবে আগামী 3 অক্টোবর দিল্লি ধরনার দিন ফের ইডি'র তলবে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বই সামনে আনছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টুইট করে ইডি'র এই তলবের খবর প্রকাশ্যে আনা হয়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, "চলতি মাসের গোড়ায়, দিল্লিতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে সঙ্গে মিল রেখে একদিনে ইডি আমাকে তলব করেছিল। আমি দায়িত্বের সঙ্গে হাজিরও হয়েছিলাম এবং প্রদত্ত সমন মেনে চলেছি। এখন, আজ আবার তারা আমাকে তাদের সামনে হাজির হওয়ার জন্য আরও একটি সমন পাঠিয়েছে, সেদিন 3 অক্টোবর দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রতিবাদ আন্দোলন ।"
এদিনের এই তথ্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "রাজনৈতিক কর্মসূচি থাকলেই বিরোধী দলের নেতাদের, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো তদন্তকারী সংস্থার সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির অন্যতম একটা কাজ। তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে আটকাতেই তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির কথায় চলছে ইডি। গত 13 সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয়ে বৈঠকের দিন অভিষেককে ডেকে পাঠানো হয়েছিল। এবার ডেকে পাঠানো হয়েছে এমন দিনে যে দিন তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে দিল্লিতে।"
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, 3 অক্টোবর হাজিরার নির্দেশ ইডির
তাঁর আরও দাবি, অভিষেক আগামী 3 তারিখ দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার জন্য যাচ্ছেন। 2 অক্টোবর থেকে শুরু হবে প্রতিবাদী কর্মসূচি ৷ তা আটকাতেই ওইদিন তাঁকে সমন পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে এমনটাই অভিযোগ কুণালের। তাঁর কথায়, "আবার প্রমাণিত হল অভিষেকের বিরুদ্ধে তদন্তের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত চলছে।"