কলকাতা, 10 সেপ্টেম্বর:ফের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ 13 সেপ্টেম্বর হাজিরা দিতে কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷ তাৎপর্যপূর্ণ ওইদিনই বিরোধী 'ইন্ডিয়া' জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা দিল্লিতে ৷ ওই দিনেই কেন তাঁকে তলব করল ইডি, তা নিয়ে রবিবার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিষেক ৷
রবিবার রাতে সামাজিক মাধ্যমে অভিষেক নিজেই ইডি তলবের কথা জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা 13 সেপ্টেম্বর দিল্লিতে, এই কমিটির আমিও একজন সদস্য ৷ কিন্তু ইডি একটু এগে আমায় নোটিশ পাঠিয়ে সেদিনই তাদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ 56 ইঞ্চির ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না ৷" তাঁর এই পোস্টের সঙ্গে হ্যাসট্যাগ ফিয়ার অফ 'ইন্ডিয়া' কথাটিও জুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ৷