কলকাতা, 6 এপ্রিল: গরুপাচার কাণ্ডে এবার ইডির দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হল অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফকে । বুধবার রাতে একটি মেইল করে তাঁকে আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে আসার কথা বলা হয়েছে । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 29 মার্চ আব্দুল লতিফকে দিল্লিতে ইডি দফতরে ডাকা হলেও সেবার তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে ছিলেন । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দাবি, গতবার তাদের নোটিশের উত্তরে তিনি জানিয়েছিলেন তাঁর কেমোথেরাপি চলছে ৷ ফলে তিনি হাজিরা দিতে আসতে পারবেন না ।
ইডির দাবি, সম্প্রতি বর্ধমানের শক্তিগড়ে রাজু ঝা খুনের পরের দিন ঘটনাস্থলে দেখা গিয়েছে শেখ আব্দুল লতিফকে । গরুপাচার কাণ্ডে আর কারা কারা যুক্ত, তা জানার জন্যই ইডির তদন্তকারী আধিকারিকরা তাঁকে আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে তাদের সদর দফতরে ডেকে পাঠিয়েছেন । ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাশাপাশি সিবিআইয়ের গোয়েন্দারাও আব্দুল লতিফকে খুঁজে বেড়াচ্ছেন ৷ সিবিআইয়ের তরফে এই ঘটনায় চার্জশিট জমা দেওয়ার পর আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও পর্যন্ত রুজু করা হয় । কিন্তু আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে এখনও পর্যন্ত শেখ আব্দুল লতিফ যাননি । পাশাপাশি নিজের আগাম জামিনের কোন বন্দোবস্তও করেননি ৷