পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে আব্দুল লতিফকে দিল্লিতে তলব ইডির - cattle smuggling case

দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হল গরু পাচার কাণ্ডের 'কিং পিন' শেখ আব্দুল লতিফকে ৷ তবে এই প্রথম নয়, এর আগেও তাঁকে হাজিরা দিতে ডাকা হয়েছিল ৷ কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দিতে যাননি ৷

Cattle Smuggling
আব্দুল লতিফ

By

Published : Apr 6, 2023, 12:00 PM IST

কলকাতা, 6 এপ্রিল: গরুপাচার কাণ্ডে এবার ইডির দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হল অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফকে । বুধবার রাতে একটি মেইল করে তাঁকে আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে আসার কথা বলা হয়েছে । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 29 মার্চ আব্দুল লতিফকে দিল্লিতে ইডি দফতরে ডাকা হলেও সেবার তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে ছিলেন । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দাবি, গতবার তাদের নোটিশের উত্তরে তিনি জানিয়েছিলেন তাঁর কেমোথেরাপি চলছে ৷ ফলে তিনি হাজিরা দিতে আসতে পারবেন না ।

ইডির দাবি, সম্প্রতি বর্ধমানের শক্তিগড়ে রাজু ঝা খুনের পরের দিন ঘটনাস্থলে দেখা গিয়েছে শেখ আব্দুল লতিফকে । গরুপাচার কাণ্ডে আর কারা কারা যুক্ত, তা জানার জন্যই ইডির তদন্তকারী আধিকারিকরা তাঁকে আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে তাদের সদর দফতরে ডেকে পাঠিয়েছেন । ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাশাপাশি সিবিআইয়ের গোয়েন্দারাও আব্দুল লতিফকে খুঁজে বেড়াচ্ছেন ৷ সিবিআইয়ের তরফে এই ঘটনায় চার্জশিট জমা দেওয়ার পর আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও পর্যন্ত রুজু করা হয় । কিন্তু আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে এখনও পর্যন্ত শেখ আব্দুল লতিফ যাননি । পাশাপাশি নিজের আগাম জামিনের কোন বন্দোবস্তও করেননি ৷

ফলে এক্ষেত্রে তাঁকে ফেরার ঘোষণা করতে চাইছে সিবিআই এবং তার জন্য তারা আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানা গিয়েছে ৷ খুব শিগগিরই আদালতের দ্বারস্থ হয়ে শেখ আব্দুল লতিফকে ফেরার ঘোষণারল আবেদন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর ফেরার ঘোষণা হয়ে গেলে তাঁর যে সম্পত্তি রয়েছে সেইগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই । কিন্তু সিবিআইয়ের পাশাপাশি ইডি জানতে চাইছে আব্দুল লতিফের কী কী সম্পত্তি রয়েছে এবং গরু পাচার কাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত ৷ গরু পাচারের থেকে কীভাবে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন ৷ তার বিস্তারিত তথ্য জানার জন্য আগামী সপ্তাহে শেখ আব্দুল লতিফকে দিল্লিতে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ।

আরও পড়ুন:গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

ABOUT THE AUTHOR

...view details