কলকাতা, 14 ডিসেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল ইডি । বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে ইডি । এদিন ইডির আইনজীবী আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ আছে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও সম্পর্কে ইডি কোনও তথ্য জনসমক্ষে আনতে পারবে না । সেই জন্যই মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ।
লিপ্স অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টরদের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাঁদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার প্রতিদিনের কাজকর্ম কারা দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা, কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায়, তা জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ।
কিছুদিন আগেই ইডিকে তাঁর সংস্থা সংক্রান্ত সমস্ত তথ্য প্রায় সাড়ে 5 হাজার পাতার নথিতে জমা দিয়ে এসেছিলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় । তারপরই বিচারপতি সিনহা লিপস অ্যান্ড বাউন্স কর্তার (নাম না করে অভিষেকের) আয়ের উৎস জানতে চেয়েছিলেন ইডির থেকে ৷ ওই নথি থেকে সম্পত্তির পরিমাণ জানা গিয়েছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছিলেন ।
বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারপতি ইডিকে বলেছিলেন, "একটা জিনিস লক্ষ্য করার মতো বেশিরভাগ সম্পত্তি 2014 সালের পর থেকে বৃদ্ধি হয়েছে । আবার এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে । দুটোর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন ?" ইডির আইনজীবী সেদিনই জানিয়েছিল, তাদের কাছে অনেক তথ্যই রয়েছে । তারা আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাবে । বিচারপতি বলেছিলেন, "5 হাজার পৃষ্ঠা নিয়ে আবার হাজির হবেন না । প্রয়োজনীয় অংশটি আদালতে জমা দিন ।" এদিন সেই রিপোর্টই মুখবন্ধ খামে ইডি আদালতে জমা দেয় ।