কলকাতা, 8 ফেব্রুয়ারি:প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) গতকাল মানিক ভট্টাচার্য আদালতে যে দাবি করেছিলেন, তার পালটা বক্তব্য পেশ করল ইডি ৷ বুধবার নগর দায়রা আদালতে ইডির আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে ষড়যন্ত্র করে মানিক ভট্টাচার্য ওএমআর শিটে গরমিল করেছেন । কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি । পাশাপাশি মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসাজশের (Manik-Partha Collusion) বিষয়েও আদালতকে একাধিক তথ্য তুলে দিয়েছে তারা ৷
'খুনের সমান ষড়যন্ত্র করেছেন মানিক': ইডির তরফে এজলাসে বলা হয়, "জনগণের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করছেন মানিক ভট্টাচার্য । মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষ যে কাজ করছেন তা খুনের সমান । একটা সময় ছিল বাংলা শিক্ষায় ছিল সেরা আর এখন একজন বাংলায় পড়াশোনা করতে ভয় পাচ্ছে ৷ পড়ুয়ারা বাংলা ছেড়ে বাইরে চলে যাচ্ছে ।"
পার্থ-মানিক যোগসাজশের দাবি ইডির: ইডির আইনজীবী মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোরাধ্যায়ের (Partha Chatterjee Latest News) যোগসাজশ ছিল বলে দাবি করে বলেন, "এঁদের যুগলবন্দিতেই নিয়োগ দুর্নীতিতে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে । বিএড কলেজের অনুমোদনের জন্য 6-8 লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি 2-5 লক্ষ টাকা নিতেন মানিক ভট্টাচার্য ।"