পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manik Bhattacharya: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মূল পাণ্ডা মানিক, আদালতে চার্জশিট ইডির

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) গ্রেফতারের 57 দিনের মাথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED) । এদিন ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্যকে হাজির করা হয় । তখনই দেড়শো পাতার চার্জশিট পেশ করে ইডি ৷

ed-submits-charge-sheet-against-manik-bhattacharya-in-primary-recruitment-scam
Manik Bhattacharya: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মূল পাণ্ডা মানিক, আদালতে চার্জশিট ইডির

By

Published : Dec 7, 2022, 4:08 PM IST

Updated : Dec 7, 2022, 5:24 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বুধবার ইডির তরফে ব্যাংকশাল আদালতে প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল ৷

আদালত সূত্রে খবর, এদিন আদালতে মানিক ভট্টাচার্যকে হাজির করা হয় । তখনই চার্জশিট পেশ করে ইডি ৷ মানিককে গ্রেফতারের 57 দিনের মাথায় এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ দেড়শো পাতার চার্জশিট পেশ করেছে ইডি (ED) ৷ অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নিয়োগ দুর্নীতির বিষয়টি যেমন রয়েছে ৷ পাশাপাশি বিএড কলেজের অনুমোদন দেওয়ার নামে অর্থ নেওয়ার বিষয়টিও রয়েছে ৷ এক্ষেত্রে নাম রয়েছে মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যেরও ৷ তবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মানিকই মূল পান্ডা, তা চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷

সূত্রের খবর, ইডির চার্জশিটে মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং তাপস কুমার মণ্ডল নামে এক ব্যক্তির নামও রয়েছে । দু’টি অবৈধ কোম্পানির হদিশ মেলার বিষয়টি উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে যে তাপস মণ্ডল নামে ওই ব্যক্তি বেআইনি ভাবে টাকা সংগ্রহ করেছিলেন । 61টি ব‍্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে চার্জশিটে জানানো হয়েছে । তাপস মণ্ডল প্রাথমিকের শিক্ষক দুর্নীতিতে টাকা জোগাড় করেছিলেন‌ । এই দুর্নীতিতে মোট 7.9 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও 29 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে চার্জশিটে জানিয়েছে ইডি ৷ এছাড়া জানানো হয়েছে, 5247টি নথি পাওয়া গিয়েছে । আরও বেশ কয়েকজন এই দুর্নীতি যুক্ত রয়েছে বলে ইঙ্গিত ।

অন্যদিকে মানিক ভট্টাচার্য ব্যাঙ্কশাল আদালত থেকে বেরনোর সময় বলেন, "আমাকে মেরে ফেলো । আমার স্ত্রী ও ছেলেকে কিছু করো না ।" এখন পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে এই মামলার ।

আরও পড়ুন:চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের

Last Updated : Dec 7, 2022, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details