কলকাতা, 7 ডিসেম্বর: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বুধবার ইডির তরফে ব্যাংকশাল আদালতে প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল ৷
আদালত সূত্রে খবর, এদিন আদালতে মানিক ভট্টাচার্যকে হাজির করা হয় । তখনই চার্জশিট পেশ করে ইডি ৷ মানিককে গ্রেফতারের 57 দিনের মাথায় এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ দেড়শো পাতার চার্জশিট পেশ করেছে ইডি (ED) ৷ অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নিয়োগ দুর্নীতির বিষয়টি যেমন রয়েছে ৷ পাশাপাশি বিএড কলেজের অনুমোদন দেওয়ার নামে অর্থ নেওয়ার বিষয়টিও রয়েছে ৷ এক্ষেত্রে নাম রয়েছে মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যেরও ৷ তবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে মানিকই মূল পান্ডা, তা চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷
সূত্রের খবর, ইডির চার্জশিটে মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং তাপস কুমার মণ্ডল নামে এক ব্যক্তির নামও রয়েছে । দু’টি অবৈধ কোম্পানির হদিশ মেলার বিষয়টি উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে যে তাপস মণ্ডল নামে ওই ব্যক্তি বেআইনি ভাবে টাকা সংগ্রহ করেছিলেন । 61টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে চার্জশিটে জানানো হয়েছে । তাপস মণ্ডল প্রাথমিকের শিক্ষক দুর্নীতিতে টাকা জোগাড় করেছিলেন । এই দুর্নীতিতে মোট 7.9 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও 29 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে চার্জশিটে জানিয়েছে ইডি ৷ এছাড়া জানানো হয়েছে, 5247টি নথি পাওয়া গিয়েছে । আরও বেশ কয়েকজন এই দুর্নীতি যুক্ত রয়েছে বলে ইঙ্গিত ।
অন্যদিকে মানিক ভট্টাচার্য ব্যাঙ্কশাল আদালত থেকে বেরনোর সময় বলেন, "আমাকে মেরে ফেলো । আমার স্ত্রী ও ছেলেকে কিছু করো না ।" এখন পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে এই মামলার ।
আরও পড়ুন:চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের