কলকাতা, 2 নভেম্বর: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হামেশাই তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের ফোন নম্বর থেকে বাকিবুরের সঙ্গে যোগাযোগ রাখতেন । তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট বা ইডি সূত্রে জানা গিয়েছে ৷
ইডির ওই সূত্র থেকে জানা গিয়েছে, রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করার পর তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস এবং অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁরাই এই তথ্য তদন্তকারীদের জানিয়েছেন ৷
এছাড়াও তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, বিভিন্ন সময় জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের সঙ্গেই থাকতো বাকিবুর রহমানের গাড়ি । বাকিবুরকে নিয়ে একাধিক সরকারি দফতরে ঘুরতেন তৎকালীন খাদ্যমন্ত্রী । তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন যে সঠিক কোন কোন দফতরে গিয়ে কোন কোন বৈঠক করেছেন বাকিবুর ?
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । সেই নথি উদ্ধারের মাধ্যমে বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র মধ্যে সম্পর্কের একটি সমীকরণ পাওয়া গিয়েছে । এছাড়াও শুধু যে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তেমনটা নয় । তৎকালীন খাদ্য দফতরে কর্মরত একাধিক সরকারি আধিকারিক থেকে শুরু করে আমলা ।
সম্প্রতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সল্টলেকে বিসি ব্লকে তাঁর বাড়িতে কয়েকঘণ্টা ধরে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয় । এখন মন্ত্রী ইডি হেফাজতে রয়েছেন ৷ রোজই তাঁকে জেরা করছেন তদন্তকারীরা ৷ ইডি সূত্রের খবর, বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন জ্যোতিপ্রিয় ৷
আরও পড়ুন:রেশন দুর্নীতির টাকায় সিনেমা-তথ্যচিত্র তৈরি সরকারি আধিকারিকদের ! খতিয়ে দেখছে ইডি