কলকাতা, 16 জানুয়ারি: রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর শুরুতেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি ৷ আর তাই সুবীরেশের পরিবারের কাছ থেকে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট-সহ অন্যান্য সহ নথি চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (ED Sought Financial Transactions Documents) ৷ এমনকি ব্যাংকগুলির কাছেও নোটিশ পাঠিয়েছে ইডি ৷ জানতে চাওয়া হয়েছে, এই তিনজনের নামে কোনও অ্যাকাউন্ট তাদের কোনও ব্রাঞ্চে রয়েছে কিনা ৷
ইডি সূত্রে খবর, এই মামলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা বাগদার চন্দন মণ্ডল এবং প্রসন্ন রায়ের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য সব নথি চেয়ে পাঠিয়েছে ইডি আধিকারী ৷ তাঁদেরকেও এই মামলায় গতবছর গ্রেফতার করেছিল সিবিআই ৷ বর্তমানে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ চন্দন মণ্ডল এবং তাঁর পরিবারের কাছ থেকে তাঁদের আর্থিক লেনদেন সংক্রান্ত সব নথি চেয়েছে ইডি ৷ পাশাপাশি, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন এবং চন্দনের পরিবারের সদস্যদের নামে কোথায় কত সম্পত্তি রয়েছে, তাও জানা চেষ্টা করছেন তদন্তকারীরা ৷