কলকাতা, 20 অক্টোবর: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের অনলাইন গেমিং প্রতারণা অ্যাপের ঘটনার তদন্তে নেমে প্রায় সাড়ে 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টেডের গোয়েন্দারা । সেই সূত্র ধরে কলকাতার উল্টোডাঙা এলাকায় একটি মোটর ট্রেনিং স্কুলে তল্লাশি অভিযান চালালো ইডি । বুধবার সারারাত ধরে তল্লাশি অভিযান চালানোর পর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখান থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় দেড় কোটি টাকা, একটি ল্যাপটপ । ব্যবসায়ীর ছেলেকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তার নাম রুমেন আগরওয়াল । সরকারি সূত্রের খবর, তাঁর বাবা উমেন আগরওয়াল এই গেম জালিয়াতির ব্যবসার সঙ্গে যুক্ত (ED seizes crores from Ultadanga Motor Training School) ।
গতকাল রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে উল্টোডাঙার একটি মোটর ট্রেনিং স্কুলে অভিযান চালান । এর নাম ভিআইপি মোটরকার ট্রেনিং স্কুল । এর ভিতরেই একটি আবাসন আছে ৷ সেখানে থাকেন ব্যবসায়ী উমেন আগরওয়াল । যদিও ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ৷