কলকাতা, 12 অক্টোবর:ইডি-র তদন্তকারী আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে দুর্নীতি সংক্রান্ত মামলা ছাড়াও রাজ্যের অন্যান্য মামলা থেকে অপসারিত করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তাঁর সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ইডি-র আধিকারিক মিথিলেশকুমার মিশ্রের তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি ওই তদন্তকারী আধিকারিককে তদন্ত থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন । আদালতের পর্যবেক্ষণ ছিল, সংশ্লিষ্ট আধিকারিক তদন্ত করতে সক্ষম নন । আত্মবিশ্বাসের অভাব রয়েছে তাঁর । এর পরেই তিনি ইডিকে নির্দেশ দেন যে, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় এই তদন্তকারী আধিকারিককে ৷
সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিথিলেশকুমার মিশ্র । তাঁর আবেদন, নিয়োগ মামলার তদন্ত থেকে সরানো হলেও তাঁকে যেন রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে সরানো না-হয় । আগামিকাল তাঁর আবেদনের মামলার শুনানি হতে পারে ।