পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন দুর্নীতি মামলায় বিজয়গড়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি - ইডি তল্লাশি

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে সরগরম রাজ্য ৷ সকাল থেকে দক্ষিণ 24 পরগনার সন্দেশখালি ও কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷

Ration Scam
রেশন দুর্নীতি মামলায় ইডি তল্লাশি

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 5:05 PM IST

কলকাতা, 5 জানুয়ারি:রেশন দুর্নীতি মামলায় সকাল থেকে চলছে ইডি তল্লাশি ৷ দক্ষিণ 24 পরগনার সন্দেশখালি থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি ৷ শুক্রবার যাদবপুরের বিজয়গড়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতেও সকাল থেকেই তল্লাশি চালায় ইডি ৷ পাশাপাশি দক্ষিণ কলকাতার মতো উত্তর কলকাতার সিঁথি এলাকায়ও এক ব্যক্তির বাড়িতে ইডি সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, রেশন দুর্নীতি কাণ্ডে এ দিন সকাল থেকে রাজ্যের 12টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডির তদন্তকারী আধিকারিকরা । বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল ৷ সেখানে স্থানীয়দের আক্রোশের মুখে পড়ে ইডি। মাথা ফাটে এক ইডি আধিকারিকের ৷ ক্ষুব্ধ জনতার চাপে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা । সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । বেশ কয়েকটি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় ।

ইতিমধ্যেই, রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকদের হাতে এসেছে 10-12 জন চার্টার্ড অ্যাকাউনটেন্টের নাম ৷ এই সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বছরের একাধিক সময়ে বিভিন্ন কোম্পানিতে নিযুক্ত ছিলেন ৷ ইডি-র দাবি এই সকল কোম্পানিতে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা লগ্নি করতেন ৷ যার তথ্য প্রমাণ ইতিমধ্যেই ইডির হাতে রয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, এই সকল লগ্নি করা কোটি কোটি টাকা আদতে রেশন দুর্নীতির কালো টাকা ৷ যে কালো টাকাকে সাদা করার জন্য মুখ্য ভূমিকা ছিল চার্টার্ড অ্যাকাউনটেন্টদের ৷ সেই সূত্রেই আজ বিজয়গড়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি চালানো হয় ৷

রেশন দুর্নীতি মামলায় নাম জড়ায় তৃণমূল নেতা বাকিবুর রহমানের ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে ৷ তাঁকে গ্রেফতারও করে ইডি ৷ মন্ত্রীকে জেরা করেই একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে ৷ যাদের মধ্যে কল্যাণ সিংহ রায় থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ৷ পাশাপাশি খাদ্য দফতরের একাধিক আধিকারিকদের নাম উঠে আসে যারা রেশন দুর্নীতি মামলায় জড়িত ৷

আরও পড়ুন:

  1. 100 কোটি টাকার রেশন দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়-বাকিবুর, চার্জশিটে উল্লেখ ইডির
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের

ABOUT THE AUTHOR

...view details