পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদেশি মুদ্রায় 20 হাজার কোটির বেশি লেনদেন ! রেশন দুর্নীতিতে নজরে শঙ্কর আঢ্যর সিএ - রেশন দুর্নীতি মামলা

ED Search Operations in Ration Corruption Case: রেশন দুর্নীতি মামলায় কলকাতার দশটি জায়গায় তল্লাশি অভিযানে ইডি ৷ আজ সকাল থেকে রফি আহমেদ কিদওয়াই রোড, চৌরঙ্গি লেন-সহ কলকাতার একাধিক জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 12:44 PM IST

Updated : Jan 15, 2024, 4:55 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পর চাঞ্চল্যকর তথ্য এল ইডি-র হাতে ৷ রেশন দুর্নীতি মামলায় 2 হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পাচার করা হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে ৷ আর এই কাজ করেছেন শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরিন্দম সিং ৷ পুরো টাকাটাই বিদেশি মুদ্রায় বাইরে পাচার করা হয়েছে ৷ এর বাইরে আরও 20 হাজার কোটি টাকা বিভিন্ন দেশে বিদেশি মুদ্রায় পাচার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ সেই সূত্রেই আজ সকাল থেকে কলকাতা ও সল্টলেকের 10 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি ৷

আজ সল্টলেকে সেক্টর ফাইভে সিডকো গ্লোবাল টাওয়ার নামে একটি বহুতলের 12তলার অফিসে হানা দিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, সেখানেই অফিস রয়েছে শঙ্কর আঢ্যর সিএ অরিন্দম সিংয়ের ৷ ইডি সূত্রে খবর, এই অফিস থেকেই নাকি রেশন দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রার মাধ্যমে বাইরের দেশে পাচার হয়েছে ৷ যেখানে 2 হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে গিয়েছে ৷ আরও 20 হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৷ আর এই টাকা পাচার করার জন্য বিভিন্ন সেল কোম্পানিকে ব্যবহার করা হয়েছে ৷ এই সংস্থাগুলির মাধ্যমে পুরো কাজটা করতে অরিন্দম সিং ৷

উল্লেখ্য, আজ সকাল থেকে কলকাতা ও সল্টলেকের মোট 10টি জায়গায় একসঙ্গে অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যর গ্রেফতারির পর, একাধিক তথ্য় এসেছে ইডির হাতে ৷ সেই সূত্র ধরে, চৌরঙ্গি লেন, ধর্মতলা, রফি আহমেদ কিদওয়াই রোড-সহ শহরের নানা জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডির হাতে আরও বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামও এসেছে ৷

রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে যায় ইডি ৷ কিন্তু, সেখানে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা চালান স্থানীয়রা ৷ কিন্তু, সেদিনই বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, শ্বশুরবাড়ি এবং তাঁর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও হানা দেয় ইডি ৷ যে অভিযানে 5 জানুয়ারি রাতে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ৷ ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে বিদেশি মুদ্রার মাধ্যমে লেনদেনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন শংকর আঢ্য ৷

আর এই বিদেশি মুদ্রার লেনদেনের সূত্রেই রফি আহমেদ কিদওয়াই রোডের একটি অফিসে গিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, এই অফিস থেকেও বিদেশি মুদ্রার লেনদেন হয় ৷ আর রেশন দুর্নীতির কালো টাকা বিদেশি মুদ্রার মাধ্যমে পাচার করা হয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখানে সকাল থেকে তল্লাশি চলছে ৷ একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে ৷ অফিসগুলির সব কম্পিউটার, ল্যাপটপ-সহ সব বৈদ্যুতিন সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷ তদন্তকারীরা মনে করছেন, এই সব টাকা বিদেশি মুদ্রার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালীদের বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. প্রায় 12 ঘণ্টা পর তাপসের বাড়ি ছাড়ল ইডি, সুজিতের নয়া ঠিকানায় জারি তল্লাশি
  2. সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাঁচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান
  3. ইডি'র বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআরে স্থগিতাদেশ হাইকোর্টের
Last Updated : Jan 15, 2024, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details