কলকাতা, 15 জানুয়ারি: শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পর চাঞ্চল্যকর তথ্য এল ইডি-র হাতে ৷ রেশন দুর্নীতি মামলায় 2 হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পাচার করা হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে ৷ আর এই কাজ করেছেন শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরিন্দম সিং ৷ পুরো টাকাটাই বিদেশি মুদ্রায় বাইরে পাচার করা হয়েছে ৷ এর বাইরে আরও 20 হাজার কোটি টাকা বিভিন্ন দেশে বিদেশি মুদ্রায় পাচার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ সেই সূত্রেই আজ সকাল থেকে কলকাতা ও সল্টলেকের 10 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি ৷
আজ সল্টলেকে সেক্টর ফাইভে সিডকো গ্লোবাল টাওয়ার নামে একটি বহুতলের 12তলার অফিসে হানা দিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, সেখানেই অফিস রয়েছে শঙ্কর আঢ্যর সিএ অরিন্দম সিংয়ের ৷ ইডি সূত্রে খবর, এই অফিস থেকেই নাকি রেশন দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রার মাধ্যমে বাইরের দেশে পাচার হয়েছে ৷ যেখানে 2 হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে গিয়েছে ৷ আরও 20 হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৷ আর এই টাকা পাচার করার জন্য বিভিন্ন সেল কোম্পানিকে ব্যবহার করা হয়েছে ৷ এই সংস্থাগুলির মাধ্যমে পুরো কাজটা করতে অরিন্দম সিং ৷
উল্লেখ্য, আজ সকাল থেকে কলকাতা ও সল্টলেকের মোট 10টি জায়গায় একসঙ্গে অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যর গ্রেফতারির পর, একাধিক তথ্য় এসেছে ইডির হাতে ৷ সেই সূত্র ধরে, চৌরঙ্গি লেন, ধর্মতলা, রফি আহমেদ কিদওয়াই রোড-সহ শহরের নানা জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডির হাতে আরও বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামও এসেছে ৷