কলকাতা, 20 সেপ্টেম্বর:শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ও 5 কোটি টাকা মূল্যের সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । এমনটাই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ সোমবার আদালতে প্রথম চার্জশিট পেশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED charge sheet) । সেখানেই স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন তাঁরা ৷
মায়ের নিরাপত্তার কথা ভেবে সত্য গোপন করেছিলেন । উদ্ধার হওয়া কোটি টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায় বলেই দাবি অর্পিতার । সূত্রের খবর, একটি লিখিত বিবৃতি দিয়ে এই কথা আগেই জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । অর্পিতার এই বিবৃতিই ইডি তুলে ধরেছে তাদের চার্জশিটের মাধ্যমে । গ্রেফতারির পর প্রথম থেকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার সঠিক উৎস কী, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা । যার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে গোয়েন্দারা । কিন্তু সেখানে কোনওভাবেই মুখ খুলতে চাননি পার্থ ।