কলকাতা, 25 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) মামলায় এর আগে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা । এবার সেই তদন্তকারী আধিকারিকরা উদ্ধার হওয়া কাগজপত্রগুলি খতিয়ে দেখতে পান, সেখানে উল্লেখ রয়েছে প্রায় 4 হাজার চাকরি প্রার্থীদের রোল নম্বর ৷ সেখান থেকে আড়াই হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যেই চাকরি পেয়েছেন । প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা । সেই টাকা ঘুষের টাকা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ।
ইতিমধ্যেই যেই সকল প্রার্থীরা মানিক ভট্টাচার্যকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের নামের একটি তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । প্রয়োজনে সেই সকল চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।