কলকাতা, 25 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Teacher Recruitment Scam) তদন্তে নেমে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা খোঁজ পেলেন রহস্যজনক একটি জয়েন্ট একাউন্টের । জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে 6 বছর আগে মৃত এক ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রী'র একটি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে (bank account of Manik Bhattacharya wife) ৷ অর্থাৎ 2016 সালে ওই ব্যক্তির মৃত্যু হলেও জয়েন্ট অ্যাকাউন্টে তাঁর নাম রয়ে গিয়েছে ৷
ইডি (ED) সূত্রে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই সময় পড়েছিল 3 কোটি টাকা । গোয়েন্দাদের অভিযোগ, এই তিন কোটি টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘুষের টাকা । পরীক্ষার্থীদের থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে তাঁদেরকে চাকরি পাইয়ে দেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৷ সেই ঘুষের টাকা রাখা হয় মানিক ভট্টাচার্যের স্ত্রী'র ওই জয়েন্ট অ্যাকাউন্টে ৷