কলকাতা, 26 অক্টোবর: সাতসকালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডি হানা ৷ বৃহস্পতিবার সকালে রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান। ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন সল্টলেকের বিসি ব্লকে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। সূত্রের খবর এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন মন্ত্রী। পুজোর রেশ কাটতেই ফের সক্রিয় ইডি আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা সকাল থেকে আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। ফলে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। একটি দল কেন্দ্রীয় বাহিনী সমেত সল্টলেক বিসি ব্লকের দুটি বাড়িতে হাজির হয়।