বারাসত, 15 অক্টোবর: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ সকাল থেকেই উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি (Enforcement Directorate)। শনিবার সকাল আটটা নাগাদ ইডির একটি তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে বারাসতের বাদু অঞ্চলে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে পৌঁছে যান । মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি (Minerva Educational & Welfare Society) নামে একটি সংস্থার মালিক তাপস মণ্ডল । নিউটাউনের মহিষবাথানে তাঁর একটি টিচার্স ট্রেনিং সেন্টারও রয়েছে । সেখানেও আজ সকালে হানা দেয় ইডির আধিকারিকরা (ED Raids Manik Bhattacharya Associate)।
আরও পড়ুন:মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ভুয়ো নিয়োগের পাশাপাশি বিপুল অঙ্কের যে লেনদেন হয়েছে তা তাপসের এই সংস্থার মাধ্যমে হয়ে থাকতে পারে বলে অনুমান ইডির তদন্তকারীদের । মূলত সেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সেই সঙ্গে সংস্থার মালিক তাপস মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয় ইডির তরফে ।
বারাসতে মানিক ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা আরও পড়ুন:মানিক গ্রেফতার হতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় অনুষ্ঠিত হল মহিষাসুরমর্দিনী
বারাসতে তাপসের বাড়িতে হানা দিয়ে মূলত এই দুর্নীতির গভীরে পৌঁছতে চাইছেন ইডির আধিকারিকরা । সেই কারণে তাপসের পরিবারের সদস্যদেরও সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা । এদিকে এখনও বারাসতে তাপস মণ্ডলের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে । তবে তল্লাশিতে কোনও তথ্য কিংবা কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, সেবিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি ।