কলকাতা, 12 জানুয়ারি: প্রায় সাড়ে 10 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও তল্লাশি চলছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ৷ তবে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন ৷ তাপস রায়, সাংবাদিকদের জানান, প্রায় 12 ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
এদিকে, ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে দমদমের 19 নম্বর ওয়ার্ডের 3 নম্বর খলিসাকোটা পল্লিতে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস ৷ কিন্তু ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়নি বলে জানা গিয়েছে ৷ পরে ঘটনাস্থল ছাড়েন আইসি ৷
বৃহস্পতিবার ভোর সাড়ে 6টা নাগাদ উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর খলিসাকোটা পল্লির বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা ৷ পৌর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তাঁর ছেলে এবং মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে সুবোধের বিরুদ্ধে ৷ সূত্রের খবর, সেই নিয়ে এই তদন্ত ৷