নিউটাউন, 20 জানুয়ারি: নিউটাউনের সিটি সেন্টার সংলগ্ন অভিজাত উজ্জ্বলা আবাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 12 সদস্যের প্রতিনিধি দলের হানা (ED Raids at Kuntal Ghosh Flats in New Town) ৷ সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই আবাসনের 2টি ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি ৷ জানা যাচ্ছে, ওই দু’টি ফ্ল্যাটে থাকেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ৷ যাঁর নাম বেআইনি নিয়োগে মধ্যস্থতাকারী তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছিল ৷ 903 ও 909 নম্বর ফ্ল্যাট ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
আজ সকালেই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র 12 সদস্যের প্রতিনিধি দল 6টি গাড়িতে রওনা দেয় ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁরা নিউটাউনের অভিজাত আবাসন উজ্জ্বলা এপার্টমেন্টে পৌঁছন ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে থাকা তাপস মণ্ডলকে জেরা করে এই কুন্তল ঘোষের নামে জানতে পেরেছিল সিবিআই ৷ সম্প্রতি এই মামলায় আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই সূত্রে এবার নিউটাউনের ওই ফ্ল্যাটে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতির তদন্তে সুবীরেশ-সহ বাকিদের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি তলব ইডি’র
উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতেই ইডি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্য়স্থতাকারী তাপস মণ্ডলের ব্যাঙ্ক ও সম্পত্তি সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছিল ৷ সুবীরেশ ভট্টাচার্য এবং তাপস মণ্ডলের পরিবারকে সেই নিয়ে চিঠি দিয়েছিল ইডি ৷ এমনকী সব ব্যাংকেও নোটিশ পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা ৷ জানতে চাওয়া হয়েছিল, তাঁদের নামে কোনও অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের কোনও ব্রাঞ্চে আছে কিনা ৷ পাশাপাশি, ভূমি ও ভূমি রাজস্ব দফতরকেও নোটিশ পাঠানো হয়েছিল, তাঁদের সম্পত্তি সংক্রান্ত নথির জন্য ৷ এবার এই নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের উজ্জ্বলা এপার্টমেন্টের 2টি ফ্ল্যাটে হানা দিল ইডি ৷
রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা । তাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তাছাড়া বিভিন্ন নিয়োগ সংস্থার কর্তাদেরও গ্রেফতার করা হয়েছে । এই ঘটনাতেই জেরা করা হয় কুন্তলকে । তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা তুলেছেন। তাঁর নিজের একটি কলেজও আছে বলাগড়ে । সেই যোগাযোগকে কাজে লাগিয়েই তিনি দুর্নীতি করেছেন কিনা তা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি । সেই সূত্রেই তাঁর ফ্ল্যাটে হানা দিল ইডি ।