পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED Probe: রুজিরাকে তলব ইডির, তদন্তকারী সংস্থার প্রধানের কলকাতা সফরের পরেই তদন্তে গতি

কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে ইডি ৷ 8 জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Jun 5, 2023, 5:07 PM IST

কলকাতা, 5 জুন: গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামার পরেই এরাজ্যে ইডির তদন্তকারীদের নিয়ে বিশেষ বৈঠক করেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার ডিরেক্টর সঞ্জয় মিশ্র । গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর সঞ্জয় মিশ্রের এই বৈঠকের পরেই তৎপরতা শুরু হয়েছে রাজ্যের ইডি তদন্তকারীদের ৷ সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে ইডি ৷ কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী 8 জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ৷ অনেকেই মনে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'কে এই নোটিশ পাঠানোর বিষয়টি সঞ্জয় মিশ্রের ওই বিশেষ বৈঠকের ফল ৷

উল্লেখ্য,গত সপ্তাহে কলকাতায় এসে ইডি'র ডিরেক্টর সঞ্জয় মিশ্র প্রথমে ইডির উচ্চপদস্থ অধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । পরে তিনি আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গেও পৃথক একটি বৈঠক করেন । সূত্রের খবর, এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল দুর্নীতির কালো টাকা ৷ ওই কালো টাকা কীভাবে কোন কোন খাতে খাটানো হয়েছিল তা খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে ৷

এছাড়াও ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র ইডির আইনজীবীদের সঙ্গেও বৈঠক করে জানতে চান, পরবর্তী সময়ে ইডি কোন পথে দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এবং সে ক্ষেত্রে তাদের কোন কোন বাধার সম্মুখীন হতে হতে পারে ? ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ঘটনায় এখনও পর্যন্ত তদন্ত করছে ইডি ৷ মূলত কালো টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং দুর্নীতির এই কালো টাকার থেকে কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন তার বিস্তারিত তথ্য খুঁজে বার করার জন্য নির্দেশ দিয়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র । তাঁর অধীনস্থ আধিকারিকদের এহেন নির্দেশ দেওয়ার পরে সঞ্জয় মিশ্র কলকাতা ছেড়ে দিল্লিতে সদর দফতরে চলে যান ।

আরও পড়ুন: অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির নোটিশ, 8 জুন তলব দফতরে

এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ফের একবার দুর্নীতিকাণ্ডে নতুন করে তৎপর হতে দেখা গেল । ব্যক্তিগত কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইলে সোমবার তাঁকে কলকাতা বিমানবন্দরেই আটকে দেওয়া হয় ৷ এরপরেই তাঁকে আগামী 8 জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নোটিশ পাঠায় ইডি ৷

ABOUT THE AUTHOR

...view details