কলকাতা, 28 জুলাই:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে মিলল প্রায় 28 কোটি টাকা (27.90 কোটি টাকা) ৷ রাতভর টাকা গোনা শেষে বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকেরা তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে বের হন ৷ সেখান থেকে 10টি ট্যাঙ্কে প্রায় 28 কোটি টাকা ভর্তি করে নিয়ে যাওয়া হয় ৷ যদিও অন্য একটি সূত্রে দাবি করা হচ্ছে অঙ্কটা প্রায় 29 কোটির ৷ এর আগে অর্পিতার টালিগঞ্জের বহুতল আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রায় 21 কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ নিয়ে অর্পিতার দুটি ভিন্ন ফ্ল্যাট প্রায় 50 কোটি টাকা পেল ইডি (ED officials found Rupees 28 Crore from a flat of Arpita Mukherjee in Belgharia) ৷ বুধবার সন্ধ্যায় অর্পিতার এই ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা ৷
ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে শুধু লকার থেকেই নয়, অর্পিতার শোওয়ার ঘর এমনকি শৌচালয় থেকেও টাকা পাওয়া গিয়েছে ৷ সব মিলিয়ে যার মূল্য প্রায় 28 কোটি টাকা ৷ এছাড়াও মিলেছে 5 কিলো সোনার বাট, রুপোর গয়না-সহ একাধিক নথিপত্র ৷
বুধবারই অর্পিতার ওই ফ্ল্যাটটি সিল করে দেন ইডির গোয়েন্দারা । সেখানেই চলছিল টাকা গোনার কাজ । এই টাকা গুনতে প্রথমে খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে । সেখান থেকে খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে । দ্রুত বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ । রাতভর চলে মেশিনে টাকা গোনা ৷
বৃহস্পতিবার সকালে একটি ট্রাকে 10টি ট্রাঙ্ক ভর্তি টাকা, 5 কিলো সোনার বাট নিয়ে বেরিয়ে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ নগদ টাকার ছবি এবং টাকা গোনার গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । এখন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় দু'জনেই ইডি-র হেফাজতে রয়েছেন ৷ চলছে তাঁদের জেরা প্রক্রিয়া এবং 48 ঘণ্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষাও ৷