কলকাতা, 12 মার্চ : সারদা কাণ্ডে এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর চক্রবর্তীকে তলব করল ইডি । সেই মতো আজ সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন সমীর চক্রবর্তী ।
সারদা চিটফাণ্ড কোম্পানির থেকে কোন কোন রাজনৈতিক নেতা, আর্থিক সাহায্য নিয়েছে এই নিয়ে বেশ কয়েক বছর ধরেই এই তোলপাড় রাজ্য রাজনীতি । সেই বিষয়ে এবার যেন উলটপুরাণ । টাকা নেওয়া নয়, উল্টে টাকা দেওয়ার দাবি করছেন শাসক দলের নেতা । বাঁকুড়ার তালডাঙার তৃণমূলের বিধায়ক সমীর চক্রবর্তী ওরফে বুয়া চক্রবর্তীকে সারদা মামলায় ইডির নোটিস দিয়ে তলব করা হয় । শুক্রবার তিনি সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের সামনে চাঞ্চল্যকর দাবি করেন যে, সারদার কাছ থেকে টাকা নেওয়া তো অনেক দূরের কথা, উল্টে তিনি এক বিশাল অঙ্কের টাকা দিয়েছিলেন । সুদীপ্ত সেনের মালিকানায় চলা বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে 1 কোটি 62 লাখ টাকা দেওয়ার মতো চাঞ্চল্যকর দাবি করেন তিনি । সমীরবাবু আজ সকাল 11 টা নাগাদ হাজিরা দেনা ইডি-র দফতরে । প্রায় চার ঘণ্টার উপর চলে তাঁর জেরা । ইডির অভিযোগ, সমীরবাবু সুদীপ্ত সেনের কাছ থেকে দফায় দফায় বড় অঙ্কের টাকা পেয়েছিলেন । উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগেই সমীরবাবু দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানিয়ে দেন, তিনি আর প্রাথী হতে চান না ।