পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি - ইডি

ED moves Cal HC Against Police FIR: পুলিশ নাকি তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে ৷ আর তার বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টে মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে ৷

ETV BHARAT File Image
ETV BHARAT File Image

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 1:28 PM IST

Updated : Jan 10, 2024, 2:07 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যাওয়া ইডি প্রতিনিধি দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর ৷ আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের বিরুদ্ধেই কেন এফআইআর পুলিশের ? এই প্রশ্নে এবং আধিকারিকদের হেনস্থা করার আশঙ্কায় হাইকোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে ৷

এ দিন ইডির আবেদনে বলা হয়েছে, রেশন দুর্নীতি মামলায় ইডির একটি দল সিআরপিএফ বাহিনী নিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ৷ সেখানে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷ তাঁদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ ৷ সেক্ষেত্রে পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ ৷ ইডি এ দিন আদালতে জানিয়েছে, তাদের কাছে এফআইআরের কোনও কপি এখনও আসেনি ৷ পুরোটাই তারা সংবাদমাধ্যম থেকে জেনেছে ৷

যদি ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হয়, তাহলে তার কপি কেন কেন্দ্রীয় সংস্থার দফতরে পাঠানো হচ্ছে না ? এমনকি বসিরহাট আদালতেও ইডি বিষয়টি নিয়ে খোঁজ খবর চালিয়েছে ৷ সেখানেও পুলিশের তরফে এমন কোনও এফআইআর কপি পাওয়া যায়নি ৷ রাজ্য পুলিশের ওয়েবসাইটেও তা আপলোড করা হয়নি ৷ বরং প্রায় রোজই পুলিশ সল্টলেকে ইডি দফতরে গিয়ে তাদের আধিকারিকদের সম্পর্কে খোঁজ নিচ্ছে ৷ মূলত, কোন কোন আধিকারিক সেদিন সন্দেশখালি গিয়েছিলেন, তা জানতে চাইছে পুলিশ ৷

আবেদনে ইডি আশঙ্কা প্রকাশ করেছে যে, ওই আধিকারিকদের হেনস্থা করতে, নতুন করে কোনও ধারা যোগ করা হতে পারে ৷ ইডির বক্তব্য, যদি সত্যিই এফআইআর হয়ে থাকে, তাহলে কপি কেন তাদের দেওয়া হচ্ছে না ? সেই সঙ্গে ওয়ারেন্ট ও পুলিশকে জানিয়ে তল্লাশিতে গিয়েও প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন আধিকারিকরা ৷ সেক্ষেত্রে, কেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হবে ? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলাটি রুজু করা হয়েছে ৷ আগামিকাল মামলার শুনানি হবে ৷

ইতিমধ্যে, সন্দেশখালির ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলাগুলির শুনানিও বৃহস্পতিবার হতে পারে ৷ উল্লেখ্য, ঘটনার দিন বসিরহাট পুলিশ জেলার এসপি দাবি করেছিলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়েই ইডি আধিকারিকরা ওই এলাকায় অভিযানে গিয়েছিলেন ৷ কিন্তু, ইডির তরফে বিবৃতি দিয়ে পুলিশ সুপারের দাবি খারিজ করা হয়েছে ৷ তারা জানায়, পুলিশ সুপার এবং স্থানীয় থানাকে আগেই এই অভিযান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এবং সেই মতো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বলা হয়েছিল ৷

আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার রাতেই কলকাতায় আসেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ৷ তিনি গতকাল সল্টলেকের দফতরে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এনআইএ-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ ভবিষ্যতে সীমান্তবর্তী এলাকায় ইডির অভিযানে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা যাবে, তা জানতে চান ইডি ডিরেক্টর ৷ শেখ শাহজাহানকে নিয়ে এনআইএ-র কাছে কী তথ্য রয়েছে ? আধিকারিকদের উপর হামলার ঘটনায় কী কী পদক্ষেপ করা হচ্ছে ? সেই সব নিয়ে বিস্তর আলোচনা চলে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. আগামিদিনে সীমান্তে তল্লাশিতে গেলে ইডিকে কীভাবে সাহায্য? বিএসএফ'কে জিজ্ঞাসা রাহুল নবীনের
  2. রাজ্যপাল বোসের সঙ্গে প্রায় আধঘণ্টার বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন
  3. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
Last Updated : Jan 10, 2024, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details