পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal-Santanu ED Interrogation: আজ সিজিও কমপ্লেক্সে কুন্তল-শান্তনুকে মুখোমুখি জেরার সম্ভাবনা ইডির - তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ৷ গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ৷ আজ ইডির দফতরে হাজিরা দেবেন তৃণমূলে আরেক নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (SSC Recruitment Scam) ৷

Kunal Ghosh and Santanu Banerjee
কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 27, 2023, 10:34 AM IST

Updated : Jan 27, 2023, 11:14 AM IST

কলকাতা, 27 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর আজ ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ৷ ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার শান্তনু এবং কুন্তলকে মুখোমুখি না-বসিয়ে পৃথক পৃথকভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরা করা হয়েছে ৷ কিন্তু শুক্রবার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, 20 জানুয়ারি তৃণমূল কংগ্রেস হুগলি জেলা কংগ্রেসের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বলাগড়ের বাড়িতে 12 ঘণ্টার কিছু বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ একই দিনে তৃণমূত্র যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের দু'টি ফ্ল্যাটে তল্লাশি করে ইডি ৷ এরপর 21 জানুয়ারি গ্রেফতার হন কুন্তল ঘোষ ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একাধিকবার জেরা করেছে ইডি ৷ তাঁর কাছ থেকে পাওয়া হুগলির এই দুই তৃণমূল যুবনেতার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা । গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার তাপস মণ্ডলকে দুষেছেন কুন্তল ঘোষ । সাংবাদিকদের কাছে তিনি বার বার অভিযোগ করেন, "তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলেই আজ আমার এই হাল হল ৷"

আরও পড়ুন: টাকা নেওয়ার সব প্রমাণ আছে, কুন্তলকে পালটা আক্রমণ তাপস মণ্ডলের

সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়ার পর আধিকারিকরা একপ্রকার নিশ্চিত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হুগলির এই দুই তৃণমূল যুব নেতা । যদিও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় একে অপরকে চিনতে অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে ৷ আর এখানেই তদন্তকারীদের প্রশ্ন যে একই দলের যুব নেতা এবং একই জেলার বাসিন্দা তাঁরা একে অপরকে চেনেন না এমনটা অসম্ভব ৷ এছাড়া কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে যে সব সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে তিনটি পেনড্রাইভ এবং একাধিক ডায়েরি রয়েছে ৷ সেখান থেকেই তদন্তকারীরা বেশ কয়েকজন নতুন মিডল ম্যান এবং তৃণমূল নেতার নামও পেয়েছেন ৷ সিজিও কমপ্লেক্স সূত্রের খবর শান্তনু বন্দ্যোপাধ্যায় আজ জিজ্ঞাসাবাদ পর্বে যোগদান করলে তাঁকে প্রথমে পৃথক বসিয়ে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ এরপরে শান্তনু এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে ৷

আরও পড়ুন: তাপস মণ্ডলকে ঘুষ দেননি ! তাই ইডির হাতে গ্রেফতার, দাবি কুন্তলের

Last Updated : Jan 27, 2023, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details