পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Municipality Recruitment Scam: পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ রাজ্যের প্রাক্তন আমলাকে - Municipality Recruitment Scam

ED interrogates Ex-state bureaucrat: পৌরদুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে ।

Municipality Recruitment Scam
পৌরনিয়োগ দুর্নীতি

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 3:50 PM IST

Updated : Oct 30, 2023, 3:59 PM IST

কলকাতা, 30 অক্টোবর:রেশন দুর্নীতির তদন্তের সঙ্গে সঙ্গে পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডেও সক্রিয় ইডি । এ বার পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হল প্রাক্তন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে । এর কারণ 2017 থেকে 2019 সাল পর্যন্ত পৌর ও নগরোন্নয়ন দফতরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন রাজ্যের এই প্রাক্তন আমলা ।

এর আগে, 5 অক্টোবর সল্টলেকে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে দীর্ঘ 17 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি । সেখান থেকে একাধিক তথ্য এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা । সেই বিষয়ে এ বার প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে আজ প্রায় চার ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী আধিকারিকরা । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এ দিন তাঁর বয়ান রেকর্ড করা হয় । দীর্ঘ চার ঘণ্টা ধরে জিজ্ঞাসা করার পর অবশেষে ফিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান রাজ্যের প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ।

এর আগে, সল্টলেকে ধৃত অয়ন শীলের বাড়িতে এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নয়, বরং অয়ন শীলের হাত ধরে দুর্নীতি হয়েছে শহরের একাধিক পৌরসভায় । তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পারেন যে, 2017 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন রাজ্যের প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় । ফলে 2017 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের একাধিক পৌরসভায় কীভাবে নিয়োগ হয়েছিল এবং নিয়োগের স্বচ্ছতা যাচাই করা হয়েছিল কি না সেই বিষয়ে জানার জন্যই তাঁকে এ দিন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:পৌর নিয়োগ দুর্নীতিতে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, শুধু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, বরং এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্য সরকারের একাধিক আমলা থেকে শুরু করে সাধারণ রাজ্য সরকারি কর্মচারীরাও ।

Last Updated : Oct 30, 2023, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details