পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদ মামলায় ফের সক্রিয় ED, নোটিশ রত্নাকে - saltlake

ফের নারদ মামলায় সক্রিয় হল ED । আবার নোটিশ পাঠানো হল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ।

রত্না চট্টোপাধ্যায়

By

Published : May 31, 2019, 10:40 PM IST

কলকাতা, 31 মে : সারদাকাণ্ড নিয়ে তৎপর রয়েছে CBI । এবার নারদ নিয়ে সক্রিয় হল ED । সূত্রের খবর, আবার নোটিশ পাঠানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ।

ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে 2014 সালে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে । 2016 সালে টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় ওয়েবসাইটে । যে ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কেও টাকা নিতে দেখা যায় বলে অভিযোগ । তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ।

মূলত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই বারবার রত্নাকে ডাকছে ED । নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শোভন । তাঁকে আগেই জেরা করেছেন ED-র তদন্তকারীরা । তখন শোভন জানিয়েছিলেন, তাঁর আয়-ব্যয় ও সম্পত্তির বিষয় স্ত্রী দেখাশোনা করেন । তার জেরেই রত্নাকেও সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছিল । বেশ কয়েকবার সেখানে হাজির হয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছেন রত্না । গত বছর ডিসেম্বর মাসে শেষবার তাঁকে ডেকে পাঠায় ED । সূত্রের খবর, সেসময় তাঁকে বেশ কিছু কাগজ জমা দিতে বলা হয়েছিল । কিন্তু রত্না সেসব কাগজ জমা দেননি । সে জন্যেই ফের রত্নাকে তলব করা হয়েছে ।

এপ্রসঙ্গে রত্না ETV ভারতকে বলেন, "হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি । কিছু কাগজ জমা দেওয়ার ছিল । সেগুলো দিয়ে আসব ।"

ABOUT THE AUTHOR

...view details