কলকাতা, 25 জানুয়ারি:গতকাল তাপস মণ্ডল (Tapas Mondal) এবং কুন্তল ঘোষের মুখোমুখি জিজ্ঞাসাবাদে কোনও সুরাহা মেলেনি। বরং তাঁরা আরও একবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। উঠে এসেছে কয়েকটি নতুন বিষয়ও । এই অবস্থায় আজ অর্থাৎ, বুধবার ফের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির সংগঠন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের কর্তা তাপসকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর (ED Has Summoned Tapas Mandal Again for Interrogation)।
ইডি (ED) সূত্রের আরও খবর, মঙ্গলবার প্রথম দফায় কুন্তল ঘোষের বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। পরে দ্বিতীয় পর্ব থেকে কুন্তলের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । এই মুখোমুখি জিজ্ঞাসাবাদে তাপস এবং কুন্তলের আগের বয়ানের সঙ্গে বর্তমান বয়ান মিলিয়ে দেখেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কুন্তলের একাধিক বয়ানের সঙ্গে তাপস মণ্ডলের একাধিক বয়ানের মিল পাওয়া যাচ্ছে না। দু'জনের কথাবার্তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যদিও, তাপস নিজের বক্তব্যে এখনও অনড় । সেই কারণে দু'জনকে মুখোমুখি বসিয়ে প্রতিটি বিষয় যাচাই করা হচ্ছে বলে দিল্লির ইডি সূত্রের খবর। সিজিও কমপ্লেস সূত্রের খবর, আজ কুন্তল এবং তাপসকে প্রথমে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর ফের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।