কলকাতা, 1 জুলাই:ব্যাংক থেকে ঋণ নেওয়া সত্ত্বেও সেই সংক্রান্ত কাগজপত্র তাঁর কাছে নেই ৷ অন্তত শুক্রবার প্রায় সাড়ে 11 ঘণ্টা জেরার পর এমনই তথ্য অভিনেত্রী নেত্রীর কাছ থেকে পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ আর যা শুনে-দেখে কার্যত 'থ' দুঁদে গোয়েন্দারা ৷
তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের ব্যাংক মারফৎ যাবতীয় ট্রানজাকশন দেখিয়ে শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় সায়নীকে। সূত্রের খবর, জেরা পর্বে সায়নী তদন্তকারীদের জানিয়েছেন, যে তিনি একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংক থেকে 50 লক্ষ টাকার ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। তাঁর সেই ফ্ল্যাটে কোনও টাকা কুন্তল বিনিয়োগ করেননি। তদন্তকারীদের অপর প্রান্তে দাঁড়িয়ে সায়নী ঘোষ যখন কুন্তলের বিনিয়োগ প্রসঙ্গে এই কথা জানাচ্ছেন তদন্তকারীদের, তখনই ইডি আধিকারিকরা সায়নীর কাছ থেকে সংশ্লিষ্ট ঋণ নেওয়ার কাগজপত্র দেখতে চান। আর সেখানেই থমকে যান অভিনেত্রী ৷ জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলাকালীন সায়নী ঋণ সংক্রান্ত কোনও কাগজপত্রই তদন্তকারীদের দেখাতে পারেননি। ফলে আগামী বুধবার ফের সল্টলেক সিজিও কমপ্লেক্সের সায়নী ঘোষকে তলব করেছে ইডি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, সায়নীকে প্রথম বার জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা সন্তুষ্ট হননি। বেশ কিছু প্রশ্নের উত্তর অজানাই থেকে গিয়েছে তাদের কাছে ৷ আর সেই প্রশ্নগুলির উত্তর জানা অত্যন্ত প্রয়োজনীয় মনে করছেন তদন্তকারীরা। যার জেরে, সায়নী ঘোষকে আগামী বুধবার ফ্ল্যাট কেনার ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি সমেত সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে বলে ইডি সূত্রের খবর। তবে এই বিষয়ে জানতে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইডি সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছিলেন দক্ষিণ কলকাতার একটি আবাসন যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা ৷ সেই আবাসনের একটি ফ্ল্যাট কুন্তল ঘোষ কুড়ি লক্ষ টাকা দিয়ে সায়নীর জন্য বুকিং করেছিলেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে তদন্তকারীরা জানতে পারেন, যে ফ্ল্যাট বুকিং-এর দিন কুন্তল এবং সায়নী ওই প্রোমোটারের সঙ্গে দেখা করেছিলেন।