পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: ইডির হাতে নয়া তথ্য, অয়নের ছেলের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলার যৌথ ব্যবসার হদিশ - Recruitment Scam

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক দাবি ইডির । মঙ্গলবার ধৃত অয়ন শীলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নয়া তথ্য সামনে আনলেন ইডির আধিকারিকরা ।

Etv Bharat
ব্যাঙ্কশাল আদালতে অয়ন শীল

By

Published : Apr 11, 2023, 5:10 PM IST

কলকাতা, 11 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার অয়ন শীলের ছেলে অভিষেক শীলের সঙ্গে রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর বিভাস গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইমন গঙ্গোপাধ্যায়ের যৌথ ব্যবসার হদিশ পেল ইডির গোয়েন্দারা । মঙ্গলবার অভিযুক্ত অয়ন শীলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি । কালো টাকা সাদা করতেই এই যৌথ সংস্থা গঠন করা হয়েছিল বলে দাবি ইডির আধিকারিকদের ।

সময় যত এগিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে । নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে জেরা করে ইতিমধ্যেই পৌরসভাতে চাকরি দিতেই 40 কোটি টাকা আত্মসাৎ করার তথ্য পেয়েছে ইডি । জেরায় ধৃত অয়ন সেকথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন ইডির গোয়েন্দারা । এবার এই যৌথ সংস্থার খোঁজও পেয়েছে ইডি । অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় যে কোটি কোটি কালো টাকা উদ্ধার হয়েছিল সেই টাকা মূলত অয়ন শীলের ছেলে, অভিষেক শীল এবং ইমন গঙ্গোপাধ্যায়ের যৌথ সংস্থায় খাটানো হয়েছিল ।

মঙ্গলবার, অয়নকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফ থেকে আদালতে জানানো হয়, অয়ন শীলের ছেলে অভিষেক শীলের সঙ্গে রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর বিভাস গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইমন গঙ্গোপাধ্যায়ের যোগ রয়েছে । কীভাবে তাঁদের পরিচয় হয়েছে, কীভাবে ব্যবসা এগিয়েছে সেই সবকিছুই এই মুহূর্তে রয়েছে ইডির সন্দেহের তালিকায় । এমনকি, জয়েন্ট ডিরেক্টর বিভাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: প্রাথমিকে চলতি নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

পাশাপাশি এই ঘটনায় অয়ন শীলের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে, অভিষেক শীল এবং ইমন গঙ্গোপাধ্যায়ের যে যৌথ ব্যবসার হদিশ পেয়েছে তদন্তকারীরা, তার সঙ্গে আরবান ডেভেলপমেন্ট আধিকারিক বিভাস গঙ্গোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই । মঙ্গলবার, বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর অয়ন শীলকে 25 এপ্রিল পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন । উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে যাঁরা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে অন্যতম রহস্যজনক চরিত্র অয়ন শীল । প্রোমোটার থেকে প্রযোজক হয়ে এবার নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে তার নাম ।

ABOUT THE AUTHOR

...view details